বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম – প্রিয় নাম্বার রিমুভ

আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম এবং কিভাবে বিকাশে প্রিয় নাম্বার রিমুভ করবেন। বিকাশ, আপনাদের নিত্যদিনের একটি প্রয়োজনীয় ডিজিটাল ডাক মাধ্যম। এখানে থেকে আপনারা যে কাউকে টাকা পাঠানো, টাকা উঠানো থেকে মোবাইল রিচার্জ, যে কোন ধরনের বিল পরিশোধ ইত্যাদি কাজ এটি দিয়ে করা সম্ভব। বিকাশ হল : একটি বেসরকারি প্রতিষ্ঠান। আবার কেউ এটিকে সরকারি ভাবেন না।

আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করছেন পার্সোনাল বিকাশ একাউন্ট, আপনারা চাইলে আপনাদের বিকাশ একাউন্ট থেকে অন্য নাম্বারে সেন্ড মানি করবেন তখন কিন্তু আপনারা সেন্ড মানি ফ্রিতে করতে পারবেন ৫টি প্রিয় নাম্বারে। তার মানে, এই ৫ টি প্রিয় নাম্বার অ্যাড করলে আপনি এই ৫ টি নাম্বারে কোন প্রকার চার্জ অথবা টাকা ছাড়াই আপনারা লেনদেন করতে পারবেন।

 

বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম

প্রথমে আপনার ডায়াল প্যাডে যাবেন। মানে যেখান থেকে আপনি কল দেন সেটাকে ডায়াল প্যাড বলে সেটাতে যাবেন। তারপর সেখানে আপনি *২৪৭# এই কোডটি ডায়াল করবেন। আপনার যে সিমে বিকাশ খোলা আছে সেই নাম্বারে এই কোডটি কল অপশনে চাপ দিবেন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ৮ নং এর My Bkash অপশনে যাবেন। তার জন্য ৮  ডিজিট টাইপ করে সেন্ড করুন।

আরও পড়ুন : গ্রামীন সিম বন্ধ করার উপায় – করতে এই আর্টিকেল টি দেখুন।}

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

এখান থেকে আপনি ৪ নং অপশনের প্রিয় নাম্বার যাওয়ার জন্য ৪ ডিজিট লিখে সেন্ডে ক্লিক করুন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

১ নং অপশনে এড প্রিয় নাম্বার যাওয়ার জন্য ১ ডিজিট লিখে সেন্ডে ক্লিক করুন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

এখান থেকে ১ নং অপশনে সেন্ড মানি তে যাওয়ার জন্য ১ ডিজিট লিখে সেন্ডে ক্লিক করুন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

এরপর এখানে আপনি যে নাম্বার টি প্রিয় নাম্বার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করুন। উঠানো হয়ে গেলে সেন্ডে ক্লিক করুন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

তার নাম্বার টি এখানে টাইপ করেছেন বা যাকে বিকাশে প্রিয় নাম্বার এড করতে চাচ্ছেন তার নাম টি এখানে লিখুন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিন, তারপর সেন্ডে ক্লিক করুন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

ব্যাস হয়ে আপনার নাম্বারটি প্রিয় নাম্বারে এড হয়ে গেলো। এখন একটি মেসেজ আসবে সেটিতে সব ইনফরমেশন দিয়ে দিবে।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

সব কাজ যদি আমার দেখিয়ে দেয়ার মতো করতে পারেন তাহলে ১০০% সেই নাম্বারটি এড হয়ে যাবে। এরপর মেসেজে আপনি সব কিছু দেখতে পারবেন এবং এর পর থেকে আপনি ওই নাম্বারে ২৫০০০ টাকার মধ্যে কোন টাকা সেন্ড মানি বা টাকা পাঠালে আপনার কোন প্রকার টাকা কাটবে না অথবা কোন চার্জ বিকাশ নিবে না। তো এই ভাবে আপনারা যেকোন নাম্বারকে আপনার প্রিয় নাম্বারে এড করে এই সুবিধা টি আপনি গ্রহণ করতে পারেন। তবে সব্বোচ্চ ৫ টি নাম্বার এড করতে পারবেন।

 

প্রিয় নাম্বার রিমুভ করার উপায়

এতক্ষণ আপনাদের দেখালাম যে আপনারা কিভাবে আপনার বিকাশ একাউন্টে একটি প্রিয় নাম্বার এড করবেন। তবে এখন দেখাবো আপনারা কিভাবে আপনার বিকাশ একাউন্টে প্রিয় নাম্বার রিমুভ করবেন।

আগের দেখা নিয়মের মতো করে আপনারা ডায়াল প্যাডে গিয়ে *২৪৭# ডায়াল করবেন। এখান থেকে আপনি ৮ নং এর My Bkash অপশনে যাবেন। তার জন্য ৮  ডিজিট টাইপ করে সেন্ড করুন।

তারপর এখান থেকে আপনি ৪ নং অপশনের প্রিয় নাম্বার যাওয়ার জন্য ৪ ডিজিট লিখে সেন্ডে ক্লিক করুন। সব কিছু করলে নিচে দেয়া ছবির মতো এরকম ইন্টারফেস আসবে। তা প্রিয় নাম্বার রিমুভ করার জন্য ২ নং অপশনে ক্লিক করবেন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

রিমুভ প্রিয় নাম্বারে আসার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টে যতগুলো নাম্বার প্রিয় নাম্বারে এড করা থাকবে সেগুলো এখানে শো করবে। তারপর আপনি যে নাম্বারটি রিমুভ করতে চান সেই ডিজিট টি সিলেক্ট করবেন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

তারপর এখানে আপনার বিকাশ পিন নাম্বারটি দিবেন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

ব্যাস হয়ে গেলো আপনার সিলেক্ট করা নাম্বার টি প্রিয় নাম্বার থেকে রিমুভ। এভাবে আপনি যে কোন প্রিয় নাম্বারকে রিমুভ করতে পারবেন।

বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার নিয়ম

 

 

তো এই ছিলো আজকের বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম আর্টিকেল। আপনারা যদি চান বিকাশ নিয়ে আরও আর্টিকেল পাবলিশ করবো তাহলে সেটি কোন টপিকের উপর হবে সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন।

1 thought on “বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম – প্রিয় নাম্বার রিমুভ”

Leave a Comment