বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম | ব্যালেন্স ট্রান্সফার 2022

আসসালামুয়ালাইকুম। মাই বাংলালিংকে এর আপডেট অনুযায়ী এখন থেকে চাইলে আপনাদের বাংলালিংক সিম থেকে অন্য বাংলালিংক সিমে খুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম। আর্টিকেলের মাধ্যমে দেখিয়ে দেব, বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম অথবা আপনাদেরকে মাই বাংলালিংক অ্যাপ এর আপডেট অনুযায়ী আপনাদের বাংলালিংক সিম থেকে অন্য বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার খুব সহজে কিভাবে করবেন।

 

বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম

প্রথমেই মাই বাংলালিংক অ্যাপে যাবেন। যদি আপনার ফোনে মাই বাংলালিংক অ্যাপ ইনস্টল না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবেন। মাই বাংলালিংক অ্যাপে আসার পর আপনাদের মাঝে মাই বাংলালিংক অ্যাপের হোমপেজটি চলে আসবে। তো এখানে একটি কথা বলার আছে, আপনার যদি আগে থেকে মাই বাংলালিংক অ্যাপে একাউন্ট করা না থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন না। তাই যদি একাউন্ট করা না থাকে তাহলে একটি একাউন্ট করে নিবেন। বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম।

মাই বাংলালিংক অ্যাপের হোমপেজে আসলে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এই অপশনগুলো ধরে একটু বাম দিকে নিয়ে যাবেন।

বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম

তারপর আমার শর্টকাটের অপশন গুলো ধরে এরকম বাম দিকে নিয়ে যাওয়ার পর দেখবেন ব্যালেন্স ট্রান্সফার অপশনটি চলে আসবে। তো ব্যালেন্স ট্রান্সফার অপশনটির উপরে ক্লিক করবেন।

আরও পড়ুন : রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২ – জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন ।}

বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম

ব্যালেন্স ট্রান্সফার অপশনে ক্লিক করার পর দেখবেন এভাবে চলে আসবে। রেজিস্টার এখানে ক্লিক করবেন।

বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম

রেজিস্টারে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। এখানে লেখা আছে নতুন পিন সেট করুন। এখানে আপনি নতুন একটি পিন দিবেন। এমন একটি পিন দিবেন যেটি আপনার মনে থাকে, ৪ ডিজিটের পিন নাম্বার টি দিবেন। উপরের বক্সে যে পিন টি দিবেন, নিচের বক্সের ও সেম পিন টি দিবেন। পিন গুলো হয়ে হয়ে গেলে সাবমিট এ ক্লিক করবেন।

বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম

সাবমিট এ ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। তারপর নিচে ঠিক আছে অপশনে ক্লিক করবেন।

বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম

ঠিক আছে অপশনে ক্লিক করার দেখবেন এই পেজটি চলে আসবে।  উপরে লেখা আছে অ্যামাউন্ট, আপনি কত টাকা সেন্ড বা ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেটি এখানে উঠিয়ে দিবেন। আপনি ১০ টাকা থেকে শুরু করে, ১০০ টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এবং প্রথমে আপনি চাইলে ১০০ টাকা করে ৫ বার ৫০০ টাকা ট্রান্সফার করতে পারেন এবং মাস আপনি ১০০০ টাকা পর্যন্ত ট্রানস্ফার করতে পারবেন। এখন পর্যন্ত আমার যতটুকু জানা আছে আমি সেগুলো বলেছি, বাংলালিংক কাস্টমার কেয়ারে কল করে জেনেছি। পরবর্তীতে আরো বাড়িয়ে দিতে পারে। এখনো পর্যন্ত আপনি ১০ থেকে ১০০ টাকা একবারে ট্রানস্ফার করতে পারবেন। প্রথম দিন ৫০০ টাকা তারপর মাসে আপনি ১০০০ টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোন বাংলালিংক নাম্বারে।

তো আপনি উপর বক্সে অ্যামাউন্ট বসানো হলে, নিচের বক্সে আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর আপনার পিন নাম্বার টি বসিয়ে দিবেন এবং পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন।

বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম

পরবর্তী ধাপ এখানে ক্লিক করার পরে আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফারের করেছেন সেই নাম্বার টি দেখাবে, কত টাকা ট্রান্সফার করছেন সেটিও দেখাবে, তারপর এখানে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন।

তো আপনি উপর বক্সে অ্যামাউন্ট বসানো হলে, নিচের বক্সে আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর আপনার পিন নাম্বার টি বসিয়ে দিবেন এবং পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন।

তো এখন আপনার সফলভাবে ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। আপনি চাইলে আপনার বাংলালিংক ব্যালেন্সে গিয়ে দেখতে পারেন, যত টাকা সেন্ড করেছেন তত টাকা আপনার ব্যালেন্স থেকে কেটে গেছে।

এভাবেই আপনি খুব সহজে যেকোন বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এটাই বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম।

 

তো এই ছিলো – বাংলালিংক সিমের ব্যালেন্স ট্রান্সফার নিয়ম আর্টিকেল। আর্টিকেল টি কেমন লাগলো জানাতে ভুলবেন না। কোন কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সর্বোচ্চ চেস্টা করবো আপনার সমস্যার সমাধান দিতে। আল্লাহ হাফেজ।

Leave a Comment