নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা | নগদ একাউন্ট কার নামে খোলা

আসসালামুয়ালাইকুম, আপনারা অনেকে আছেন যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করছেন। তা আপনারা যারা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের মধ্যে হয়তো আপনার অনেকে জানেন না যে, আপনার নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা। এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা বা নগদ একাউন্ট কার নামে খোলা।

 

নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা – নগদ একাউন্ট কার নামে খোলা

আপনার নগদ একাউন্ট খোলার সময় আপনি কার জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনার নগদ একাউন্ট খুলেছেন সেটি দেখতে হলে আপনাকে অবশ্যই নগদ অ্যাপস ব্যবহার করতে হবে।

আরও পড়ুন : বিকাশে প্রিয় নাম্বার সেট করার নিয়ম – জানতে আর্টিকেল টি পড়ে আসতে পারেন। }

 

নগদ অ্যাপস টি ওপেন করার পর ঠিক এরকম আসবে। এখানে মোবাইল নাম্বার লেখা আছে দেখুন, তো আপনি আপনার যেই নগদ একাউন্টের জাতীয় পরিচয়পত্র দেখতে যাচ্ছেন সেই নগদ একাউন্ট এর নাম্বারটা এখানে বসিয়ে দিবেন।  নাম্বারটি বসিয়ে দেয়ার পর পরবর্তী এখানে ক্লিক করবেন।

পরবর্তী ক্লিক করার পরে আপনি আপনার নগদ একাউন্টের পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আপনার নগদ একাউন্টের পিন নাম্বারটি বসিয়ে দেয়ার পর সাইন ইন এ ক্লিক করবেন।

নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা | নগদ একাউন্ট কার নামে খোলা

আপনি যেই নাম্বারটি এখানে বসিয়েছেন, সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। যদি আপনার ফোনে যে নাম্বারটি দিয়েছেন সেই সিম টি থাকে তাহলে অটোমেটিক কোডটি বসে যাবে আর যদি যে ফোনে নগদ অ্যাপ ইনস্টল আছে সে ফোনে নাম্বারটি না থাকে তাহলে সেই ফোন থেকে কোড টি এনে আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর পরবর্তী ক্লিক করবেন।

পরবর্তী ক্লিক করলে নগদ অ্যাপসটি ওপেন হয়ে যাবে। অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার নগদ অ্যাপস টির হোম পেজ টি এরকম আসবে। উপরে থাকা ব্যালেন্স বক্সে ক্লিক করলে আপনার নগদ একাউন্টে কত টাকা আছে সেটি দেখতে পারবেন। নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা সেটি দেখতে হলে

নিচে ডান দিকে আমার নগদ একটা অপশন আছে। নিচে ডান দিকে আমার নগদ এখানে ক্লিক করবেন। আমার নগদ অপশনে এ ক্লিক করার পর দেখবেন এভাবে চলে আসবে।

নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা | নগদ একাউন্ট কার নামে খোলা

এখান থেকে কিভাবে দেখবেন আপনার নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা সেটি দেখতে হলে, Re Submit_KYC এখানে ক্লিক করবেন।

নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা | নগদ একাউন্ট কার নামে খোলা

এখানে ক্লিক করার পর সাধারণ দেখবেন আপনার নগদ একাউন্ট খোলার সময় আপনি যেই জাতীয় পরিচয় পত্র ব্যবহার করছেন সে জাতীয় পরিচয়পত্র এখানে দেখা যাবে। এখানে আমার জাতীয় পরিচয় পত্র দিয়ে আমার এই নগদ একাউন্টে আমি খুলে ছিলাম তো আমার জাতীয় পরিচয় পত্র খানি দেখা যাচ্ছে।

 

তো এই ছিলো আমাদের আজকের নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা আর্টিকেল। কেমন সব টিউটেরিয়ার পেতে হলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

2 thoughts on “নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা | নগদ একাউন্ট কার নামে খোলা”

Leave a Comment