আপনারা অনেকেই পুলিশ কনস্টেবলের লিখিত পরিক্ষা নিয়ে চিন্তিত থাকেন। তাই আজকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্বন্ধে আলোচনা করা হবে। তো পুলিশ কনস্টেবলের লিখিত পরিক্ষা নিয়ে যেসব বিষয়ে বলবো : পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় মোট নম্বর কত, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় পাশ নম্বর কত, কোন বিষয় থেকে কত নম্বর আসবে এবং কি কি আসবে, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিগত সালের নমুনা প্রশ্নপএ।
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
এই আর্টিকেলে আমরা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা কি কি আসতে পারে কিভাবে পরিক্ষার প্রশ্ন হবে ইত্যাদি নিয়ে। আপনারা যারা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। পুলিশের লিখিত পরীক্ষার প্রস্তুতি ।
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার মোট নাম্বার কত?
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার মোট নাম্বার ৪০ নাম্বার।
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা কত সময় দেয়?
পরিক্ষার সময় : ১ ঘন্টা ৩০ মিনিট।
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা কত নাম্বার পেলে পাশ করা যায়?
পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় মোট নাম্বারের ৪৫% নাম্বার পেলে আপনি উওীর্ণ হবেন। নিয়োগ পরীক্ষায় মোট নাম্বার ৪০ নাম্বার সেইটিকে ৪৫% করলে হবে ১৮ নাম্বার। অর্থ্যাৎ আপনি নিয়োগ পরিক্ষায় ১৮ নাম্বার পেলে পাশ করবেন।
তবে, শারীরিক লিখিত ও মৌখিক সকল পরীক্ষায় যারা এগিয়ে থাকবে তাদেরকে পুলিশ কনস্টেবল চাকরি দেওয়া হবে।
আরও পড়ুন : বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগের সময় যে পরিক্ষা নেয়া হয় সেই পরিক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে এই আর্টিকেলটি পড়ুন – সেনাবাহিনী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ।
কোন বিষয় থেকে কত নম্বর আসবে এবং কি কি আসবে
বিষয় : বাংলা – ১৫ নাম্বার
- ১ . রচনা/ ভাব-সম্প্রসারণ – ১০ নাম্বার।
- ২ . এক কথায় প্রকাশ/সন্ধি বিচ্ছেদ/বাগধারা – ৫ নাম্বার।
বাংলা বিষয় থেকে আসবে ১৫ নাম্বার। বাংলা পরিক্ষায় ১ নং এ থাকবে : রচনা অথবা ভাব-সম্প্রসারণ। যেখানে নাম্বার দিবে ১০। তাই এখানে রচনা আসার সম্ভাবনা খুব বেশি, কেননা যেহেতু ১০ নাম্বার দিবে সুতরাং রচনা আসার সম্ভবণা খুব বেশি।
২ নং এ থাকবে : এক কথায় প্রকাশ অথবা সন্ধি বিচ্ছেদ অথবা বাগধারা। যদি এক কথায় প্রকাশ আসে তাহলে ৫ টি আসবে, যদি সন্ধি বিচ্ছেদ আসে তাহলে ৫ টি আসবে অথবা বাগধারা আসলেও ৫ টি আসবে। প্রত্যেকটির নাম্বার দিবে ১ নাম্বার করে তাই ৫ টি দিলে ৫ নাম্বার করে দিবে। বিগত সালে এক কথায় প্রকাশ বেশিবার আসছে। তাই কথায় প্রকাশ আসার সম্ভাবনা খুব বেশি।
বিষয় : ইংরেজি – ১৫ নাম্বার
- ১ . Paragraph Writing – ১০ নাম্বার
- ২ . Bangla to English – ৫ নাম্বার
- ৩ . শূণ্যস্থান/Bangla to English/letter – ৫ নাম্বার
১ নং এ আপনাকে প্যারাগ্রাফ লিখতে হবে।
২ নং এ বাংলায় যেকোন শব্দ দেয়া থাকবে সেটিকে আপনাকে ইংরেজিতে ট্র্যান্সলেট করতে হবে।
৩ নং এ এটি নাও আসতে পারে কারণ ইংরেজি থেকে মোট ১৫ নাম্বার করে দেয়া থাকে। যদি ৩ নং টি আসে তাহলে ইংরেজি মোট নাম্বার হবে ২০ নাম্বার। তবে ৩ নং টা বেশিভাগ আসে না।
বিষয় : গণিত – ১০ নাম্বার
- ১. বীজগণিত মান নির্ণয়
- ২ . লাভ ক্ষতি, বয়স অথবা সুদকষার অংক
১ নং এ ৫ নাম্বারের মান নির্ণয়ের অংক একটি অংক থাকবে।
২ নং এ লাভ ক্ষতি ধরনের, বয়স কিংবা সুদকষার অংক অংকের মতো অংকগুলো থাকবে যেটির নাম্বার থাকবে ৫ নাম্বার।
পুলিশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন – পুলিশের লিখিত পরীক্ষার প্রশ্ন
আমি বিগত সালের কয়েকটি নমুনা প্রশ্ন দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। প্রশ্ন লিংক : পরীক্ষার প্রশ্নপত্র । এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং এই প্রশ্ন দেখার পরে আপনাদের একটি জ্ঞান হবে আসলে কিভাবে পরিক্ষায় প্রশ্ন গুলো আসে।
তো এই ছিলো – পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আর্টিকেল। আপনারা এই আর্টিকেলটি পড়ে জেনে গেছেন অসলে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে। এরকম আর্টিকেল নিয়মিত পেতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।
1 thought on “পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রস্তুতি – পুলিশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন”