কিভাবে প্রোফাইল টাইপ পেজ বানাবো | কিভাবে New Page Experience অপশনটি আনবেন

আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে প্রোফাইল টাইপ পেজ বানাবো। আজকের আর্টিকেলে আপনাদের বলবো : প্রোফাইল টাইপ পেজ কি, কিভাবে প্রোফাইল টাইপ পেজ বানাবো, প্রোফাইল টাইপ পেজের সুবিধা, প্রোফাইল টাইপ পেজের অসুবিধা, Profile Type Page Create Link, কিভাবে ক্লাসিক পেজ থেকে প্রোফাইল টাইপ পেজ কনভার্ট করবো, কিভাবে New Page Experience অপশনটি আনবেন ইত্যাদি বিষয় নিয়ে। আপনি যদি প্রোফাইল টাইপ পেজ বানাতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

 

প্রোফাইল টাইপ পেজ কি

ফেসবুক প্রোফাইলের মতো যেসব পেজকে দেখায় তাদেরকে প্রোফাইল টাইপ পেজ বলে। প্রোফাইল টাইপ পেজ টি ফলো বাটন থাকে যা আগের ক্লাসিক পেইজে ছিলো না। আবার প্রোফাইল টাইপ পেজ টি দেখতে একদমই প্রোফাইলের মতোই দেখায়। কিছুদিন আগে হয়ত আপনারা বড় বড় সেলিব্রিটিদের ফেসবুক অ্যাকাউন্টটি এরকম প্রোফাইল টাইপ পেজের মতো দেখছেন। কিন্তু এখন বেশির ভাগ ফেসবুক ইউজাররাই তাদের আইডি থেকে প্রোফাইল টাইপ পেজ বানাতে পারছে।

 

প্রোফাইল টাইপ পেজের সুবিধা

প্রোফাইল টাইপ পেজ যেমন আকর্ষণীয় তেমন বেশ কয়টি সুবিধাও রয়েছে এর মধ্যে। যেমন :

  • প্রোফাইল টাইপ পেজ দিয়ে আপনি অন্যদের পোস্টে লাইক বা কমেন্ট করতে পারবেন। এছাড়াও অন্যদের ফলো করা, অন্যদের পোস্ট সেয়ার করা সহ একটি ফেসবুক আইডিতে আপনি যা যা করতে পারছেন আপনি তা করতে পারবেন প্রোফাইল টাইপ পেজ দিয়ে।
  • প্রোফাইল টাইপ পেজ দেখতে বেশ আকর্ষণীয়। তাই যদি আপনি আপনার পেজকে যদি সুন্দর ভাবে সাজাতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার পেজের ফলোয়ার বাড়তে শুরু করবে।
  • প্রোফাইল টাইপ পেজ ম্যানেজ অথবা কাস্টমাইস করা সহজ। কিছু কিছু অপশনের মাধ্যমে আপনার পেজের পেজের রিচ, গ্রোরো, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, ভিউয়ার সহ অন্যান্য সকল তথ্যগুলো সুন্দর ভাবে দেখতে পারবেন।
  • অনেক মানুষ যারা আইডি ব্যবহার করে বলে তাদের আইডি বুস্ট করতে পারে না। কিন্তু আপনি যদি প্রোফাইল টাইপ পেজ ব্যবহার করে থাকেন তাহলে ক্লাসিক পজেরে মতোই আপনার পেজকে বুস্ট এবং প্রোমট করতে পারবেন।

আরও পড়ুন : বিজিবিতে আবেদন করার নিয়ম

প্রোফাইল টাইপ পেজের অসুবিধা

প্রোফাইল টাইপ পেজের অনেক সুবিধা থাকলেও একটি মাএ সমস্যা আমি দেখেছি। সেটি হলো :

  • আপনারা যারা ফেসবুক পেজ দিয়ে বিজনেস অথবা ব্যবসার কাজ করতে চান তাদের জন্য প্রোফাইল টাইপ পেজ কিছু অসুবিধার কারণ হতে পারে।

 

কিভাবে প্রোফাইল টাইপ পেজ বানাবো

আপনার আইডি দিয়ে যদি প্রোফাইল টাইপ পেজ বানানো যায় তাহলে আপনি এই প্রসেস ফলো করে প্রোফাইল টাইপ পেজ বানাতে পারবেন। প্রোফাইল টাইপ পেজ বানাতে হলে যা করতে হবে :

  • আপনার ফেসবুক আইডিটি যেকোন ব্রাউজারে লগইন দিতে হবে। আমি বলবো আপনারা গুগল ক্রোমে লগইন দিন।
  • লগইন হয়ে গেলে ক্রোমটি ডেক্সটপ মুড অপশনে ক্লিক করবেন।
  • তারপর উপরে https://web.facebook.com লিখে সার্চ দিবেন।
  • এখন আপনি ফেসবুকের পেজ অপশনে যাবেন।
  • Create New Page অপশনে ক্লিক করবেন।
  • এখন ডান পাশে দেখবেন প্রোফাইল টাইপ পেজের মতো ইন্টারফেস শো করবে। তা আপনি বাম পাশে আপনার পেজের কি নাম দিবেন সেটি দিয়ে দিবেন, ক্যাটাগরি দিবেন এবং বিও দেয়ার পরে নিচের দিকে Create Page অপশনে ক্লিক করে আপনি প্রোফাইল টাইপ পেজ বানাতে পারবেন।

এখন আপনার ইচ্ছামতো আপনার পেজটি সাজিয়ে ব্যবহার করতে পারবেন। অন্যান্য ক্লাসিক পেজের মতো সকল অপশন গুলো পেয়ে যাবেন। এছাড়া বাড়তি কিছু সুবিধা থাকার কারণে প্রোফাইল টাইপ পেজে বেশি সুবিধা ভোগ করতে পারবেন।

Profile Type Page Create Link

আপনার আইডি দিয়ে যদি আপনি প্রোফাইল টাইপ পেজ তৈরি না হয় অথবা আপনি New Page Experience অপশনটি যদি না পান তাহলে আপনি নিচে দেওয়া লিংক ব্যবহার করে আপনার ক্লাসিক পেজকে প্রোফাইল টাইপ পেজ করতে পারবেন। এই কাজের জন্য আগে আপনাকে আপনার পেজের ইউজার আইডি বের করতে হবে।

এই কাজটি করতে হলে আপনাকে উপরের দেখানো কাজের মতো আপনার ফেসবুক আইডিটি যেকোন ব্রাউজারে লগইন দিতে হবে। লগইন হয়ে গেলে ক্রোমটি ডেক্সটপ মুড অপশনে ক্লিক করবেন। তারপর উপরে https://web.facebook.com লিখে সার্চ দিবেন। এরপরে এই লিংকের PutYourIDPage এখানে আপনার পেজের আইডি দিবেন। দেয়া হয়ে গেলে ইন্টার করবেন। দেখবেন আপনার পেজ প্রোফাইল টাইপ পেজ হয়ে গেছে।

https://web.facebook.com/PutYourIDPage/?modal=page_transition_flow&notif_id&notif_t=aymt_entry_to_profile_plus_onboarding_tip_notif&ref=notif&_rdc=1&_rdr

 

কিভাবে ক্লাসিক পেজ থেকে প্রোফাইল টাইপ পেজ কনভার্ট করবো 

আপনারদের অনেকেরই হয়ত ফেসবুক পেজ রয়েছে। কিন্তু সেটি প্রোফাইল টাইপ পেজ না। আপনারা যাচ্ছেন আপনার ক্লাসিক পেজটাকে প্রোফাইল টাইপ পেজ হিসেবে বানাতে। কিন্তু কিভাবে বানাবেন সে বিষয় না জানার কারণে বানাতে পারবেন না। তবে আমি দেখিয়ে দিবো কিভাবে কিভাবে ক্লাসিক পেজ থেকে প্রোফাইল টাইপ পেজ কনভার্ট করবো।

আপনার ক্লাসিক পেজকে প্রোফাইল টাইপ পেজ বানাতে হলে আপনার পেজে New Page Experience – Switch Classic Page to Facebook New Pages Experience নামক অপশনটি আসতে হবে। যদি না আসে অথবা না থাকে তাহলে আপনার পেজটি প্রোফাইল টাইপ পেজ বানানো যোগ্য না। তো যদি আপনার পেজে New Page Experience অপশনটি থাকে অখবা আপনাকে ফেসবুক থেকে প্রোফাইল টাইপ পেজের কোন নোটিফিকেশন আসে তাহলে যেভাবে আপনি ক্লাসিক পেজ থেকে প্রোফাইল টাইপ পেজ কনভার্ট করবেন :

ক্লাসিক পেজ থেকে প্রোফাইল টাইপ পেজ কনভার্ট করতে হলে আপনাকে ফেসবুক অ্যাপটি ব্যবহার করতে করে এই কাজটি করতে হবে। 

  • প্রথমে আপনি ফেসবুক অ্যাপটি অপেন করবেন। তারপর আপনি যে পেজটি প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করবেন সেই পেজটিতে যাবেন।
  • পেজটির অপশনে যাবেন।
  • এখন নিচের দিকে দেখতে পারবেন New Page Experience সেই অপশনে ক্লিক করবেন।
  • এখন Get Started অপশনে ক্লিক করবেন। এরপর ফেসবুকের কিছু র্টামস এন্ড কন্ডিশন থাকবে সেগুলোতে টিক মার্ক করে দিবেন। তারপর কিছুক্ষণ লোড নিয়ে আপনার পেজটি প্রোফাইল টাইপ পেজে কনভার্ট হয়ে যাবে। 

 

কিভাবে New Page Experience অপশনটি আনবেন

এখন বলবো আপনার পেজ যদি New Page Experience অপশনটি না থাকে তাহলে কিভাবে প্রোফাইল টাইপ পেজ বানাবেন। এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। কিছু টিপস দিবো যেগুলো মেনে চললে আপনি ১০০% New Page Experience অপশনটি পাবেন। সেগুলো হল :

  • প্রতিদিন ২-৩ টা পোস্ট দিবেন। প্রতিদিন পোস্ট না দিলে আপনার পেজের রিচ ডাউন হতে পারে।
  • ট্রেন্ডিং পোস্ট দেয়া। ফেসবুকে বর্তমানে যে টপিক গুলো চলছে বা যে বিষয় গুলো ভাইরাল হয়েছে সেই টপিকে নিয়মিত পোস্ট দিতে হবে। এতে করে ফেসবুক ইউজাররা আপনার পেজে লাইক কমেন্ট করবে এবং সেই সাথে ফলোয়ার বাড়বে।
  • আপনার বর্তমানে পেজে যে ফলোয়ার আছে তার থেকে দ্বিগুণ ফলোয়ার বৃদ্ধি করা। যদি ২ থাকে তাহলে ৪ থেকে ৫ হাজার করা। মনে রাখবেন ৫ হাজার ফলোয়ার আপনি যদি অর্গানিকভাবে আনতে পারেন তাহলে প্রোফাইল টাইপ পেজ হওয়ার সম্ভবনা বেশি।
  • কপিরাইটেড কোন কন্টেন্ট পেজে দিবেন না, নিজের বানানো কন্টেন্ট দিবেন।
  • পেজে কোন ভায়োলেন্স থাকলে আপনার পেজে New Page Experience অপশনটি নাও আসতে পারে। তাই এমন পেজ নিয়ে কাজ করুন যেটিতে কোন ভায়োলেন্স নেই।

এই কাজগুলো নিয়মিত করলে ১-২ মাসের মধ্যে আপনার পেজেও New Page Experience অপশনটি চলে আসবে এবং আপনার পেজটিও প্রোফাইল টাইপ পেজে কনভার্ট করতে পারবেন।

1 thought on “কিভাবে প্রোফাইল টাইপ পেজ বানাবো | কিভাবে New Page Experience অপশনটি আনবেন”

Leave a Comment