আপনাদের মধ্যে অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চান। কিন্তু যোগদানের জন্য আগে তো আপনাকে আবেদন করতে হবে, এই সেনাবাহিনীতে আবেদন করতে অনেকের সমস্যা হয় বা আবেদন করতে পারেন না। কিভাবে সেনাবাহিনীতে আবেদন করবো এরকম লিখে ইউটিউবে অনেক সার্চ দিছেন কিন্তু মোবাইল দিয়ে কিভাবে করবেন এটা হয়ত পাচ্ছেন না। তাই আজকে আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিবো কিভাবে আপনি সেনাবাহিনীতে আবেদন করবেন।
সেনাবাহিনীতে আবেদন করার নিয়ম
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এসএমএস আবেদন পদ্ধতি :
সেনাবাহিনীতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার একটি টেলিটক সিমের প্রয়োজন পড়বে। টেলিটক সিম ছাড়া আপনি সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন না। তাই নিজের টেলিটক সিম থাকলে তো ভালো না হলে একটি টেলিটক সিম জোগাড় করে নিবেন। কিভাবে সেনাবাহিনীতে আবেদন করবো।
প্রথমে আপনাকে টেলিটক সিম দিয়ে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। এসএমএসের মাধ্যমে আবেদন করলে আপনাকে একটি ইউজার এবং পাসওয়ার্ড দিবে সেই ইউজার এবং পাসওয়ার্ড টি সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে লগইন করতে হবে।
আরও পড়ুন : সেনাবাহিনী মাঠে কি কি কাগজ লাগে ২০২২
আরও পড়ুন : সেনাবাহিনীতে আবেদন করতে কি কি কাগজ লাগে
আরও পড়ুন : কি কি সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না
কিভাবে সেনাবাহিনীতে সৈনিক পদে এসএমএস মাধ্যমে আবেদন করবেন : এসএমএস এর মাধ্যমে আবেদন করতে আপনাকে ২ টি এসএমএস পাঠাতে হবে।
প্রথম এসএমএস
সৈনিক পদের কোড দিবেন (SANIK) – আপনার কোন জেলা থেকে এসএসসি পাশ করেছেন সেই বোর্ডের প্রথম ৩ টি অক্ষর দিবেন – বোর্ড রোল নাম্বার দিবেন – এসএসসি পাশ করা সালটি দিবেন – তারপর আপনার জেলার কোড নাম্বার টি দিবেন।
উদাহারণ সরুপ : SANIK DHA 114022 2019 06
বি. দ্র : আপনি যে বিজ্ঞপ্তি থেকে আবেদন করবেন সেই বিজ্ঞপ্তির নিচে আপনি আপনার জেলার কোডটি পেয়ে যাবেন।
প্রথম এসএমএস দিলে রিপ্লাইতে এমন একটি মেসেজ আপনার নাম্বারে চলে আসবে : ABDULLAH AL SAHIL, FATHER : KHAIRUL BASAR, YOUR PIN : 19086105. DISTRICT : Dhaka. TYPE SANIK<>YES<>PIN<>ANY CONTACT MOBILE TO PAY APPLICATION FEE.
দ্বিতীয় এসএমএস
সৈনিক পদের কোড দিবেন (SANIK) – YES লিখবেন – পিন নাম্বারটি দিবেন – নাম্বার দিবেন।
উদাহারণ সরুপ : SANIK YES 19086105 0158945823*
বি. দ্র : SANIK YES দেয়ার পর আপনার প্রথম এসএমএস দিলে রিপ্লাইতে যে এসএমএস আসছে সেই এসএমএসে একটি পিন নাম্বার দেয়া থাকবে সেই পিন নাম্বারটি দিবেন এবং মোবাইল নাম্বারের জায়গায় আপনি পরবর্তীতে যে নাম্বারে মেসেজ পেতে চান সেই নাম্বারটি দিবেন ও এই নাম্বারেই আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে।
আরও পড়ুন : বিজিবিতে আবেদন করার নিয়ম
দ্বিতীয় এসএমএস দিলে রিপ্লাইতে এমন একটি মেসেজ আপনার নাম্বারে চলে আসবে :
CONGRATS! ABDULLAH AL SAHIL, USER: S15RJLLU,PASSWORD: U855332P. APPLICATION FOR SOLDIERS RECRUITEMENT IS ACCEPTED. YOU WILL BE NOTIFIED ABOUT ADMISSION DATE & PLACE BEFORE 72 HOURS OF ADMISSION TIME. PLEASE DON’T GIVE MONEY TO ANYBODY.
দ্বিতীয় ফিরতি মেসেজে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। তারপর আপনাকে সেনাবাহিনীর ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট লিংক । এখানে গেলে দেখতে পারবেন User ID, Password এবং Gender নামক ৩ টি অফশন রয়েছে। আপনারা User ID তে আপনার মেসেজে আসা সেই ইউজার আইডিটি দিবেন, Password এর জায়গায় আপনার মেসেজে আসা সেই পাসওয়ার্ড টি দিবেন এবং Gender এর জায়গায় আপনি পুরুষ নাকি মহিলা সেটি দিবেন। পুরুষ প্রার্থী হলে Male এবং মহিলা হলে Female দিবেন। সব কিছু দেয়া হয়ে গেলে LogIn বাটনে ক্লিক করবেন।
বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম
সেনাবাহিনীর ওয়েবসাইটে আপনার মেসেজ আসা ইউজার এবং পাসওয়ার্ড টি লগেইন দিলে আপনার সামনে বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম টি চলে আসবে। এখানে আপনার User ID, Post, Applicant Roll দেয়া থাকবে এবং Exam Center, Exam Date এসএমএসর মাধ্যমে জানিয়ে দিবে তাই এখানে উল্লেখ করে দেয় নি। তারপরে নিচের অফশন তথ্যগুলো আপনি পূরণ করে দিবেন।
কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম পূরণ করবো
বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম এ যেসকল তথ্য দিয়ে পূরণ করতে হবে সেই সকল তথ্যগুলো আমি নিচে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা বাংলাদেশ সেনাবাহিনী আবেদন ফরম টি পূরণ করতে না জানলে নিচে থেকে দেখে নিন।
Applicant name : এখানে আপনার নামটি দেয়া থাকবে এডিট করার কোন সুযোগ পাবেন না।
Birth certificate no : আপনার জন্ম নিবোন্ধনের যে রেজি নাম্বার রয়েছে সেটি দিবেন।
Applicant nid : আপনার জাতীয় পরিচয়পএ থাকলে সেটি দিবেন।
Father Name: আপনার বাবার নাম দিবেন।
Father Status : আপনার বাবা বেচে থাকলে Alive দিবেন, মৃত Late থাকলে দিবেন আর যদি বিদেশে থাকে তাহলে Probashi দিবেন।
Father’s Nid Number: আপনার বাবার জাতীয় পরিচয়পএ নাম্বারটি দিবেন।
Father’s Passport Number: আপনার বাবার পাসপোর্ট যদি থাকে তাহলে সেটি দিবেন।
Mother Name: আপনার মার নাম দিবেন।
Mother ‘s Status: আপনার মা বেচে থাকলে Alive দিবেন, মৃত থাকলে Late দিবেন আর যদি বিদেশে থাকে তাহলে Probashi দিবেন।
Mother ‘s Nid Number: আপনার মার জাতীয় পরিচয়পএ নাম্বারটি দিবেন।
Date of Birth: আপনার জন্ম তারিখটি দিবেন।
Gender: আপনি পুরুষ নাকি মহিলা সেটি সিলেক্ট করে দিবেন।
Nationality: Bangladeshi
Religion: আপনি কোন ধর্মের সেটি সিলেক্ট করে দিবেন।
Height: আপনার উচ্চতা দিবেন।
Weight: আপনার ওজন দিবেন।
Faced criminal case: আপনার নামে যদি কোন ক্রিমিনাল কেস থাকে তাহলে Yes না থাকলে No দিবেন।
Served govt/private organization before: আপনি কোন সরকারি বা বেসরকারি কোথাও চাকরি করে থাকলে Yes দিবেন না করলে No দিবেন।
Suffered from serious disease: আপনার মারাত্বক কোন রোগ থাকলে Yes দিবেন না থাকলে No দিবেন।
Have you joind any army training cenrer previously?: আপনি আগে সেনাবাহিনীর ট্রেনিং এ জয়েন দিলে Yes দিবেন না দিলে No দিবেন।
District: আপনার জেলার নাম দিবেন।
Upazila: আপনার উপজেলার নাম দিবেন।
Post code: আপনার পোস্ট কোডটি দিবেন।
Village/road: আপনার গ্রামের নাম বা রোডের নাম দিবেন।
House: এটা না দিলেও সমস্যা নাই।
Educational qualification SSC/equivalent
Group: আপনি কোন গ্রুপ নিয়ে এসএসসি পাশ করেছেন সেটি দিবেন। যেমন : সাইন্স, আর্টস ও কর্মাস।
Board: কোন থেকে এসএসসি পাশ করেছেন সেটি দিবেন।
Passing Year: কত সালে এসএসসি পাশ করেছেন সেটি দিবেন।
Roll Number: রোল নাম্বার দিবেন।
GPA: এসএসসিতে কত জিপিএ পেয়েছেন সেটি দিবেন।
Educational qualification HSC/equivalent : আপনি যদি এইচএসসি দিয়ে থাকেন তাহলে সেটির তথ্যও পূরণ করে দিবেন আর যদি এইচএসসি পাশ না করেন তাহলে দেয়া লাগবে না।
Photo : নিচে ছবির সেকশন থাকবে সেটিতে আপনার ৩০০x৩০০ রেজুলেশনের ছবি দিয়ে দিবেন। তারপর সব গুলো আবার ভালো করে চেক দিবেন সব ঠিকঠাক ভাবে দিলে Submit এ ক্লিক করবেন। ক্লিক করলে সাথে সাথে এই সকল তথ্য সেনাবাহিনী অফিসে চলে যাবে।
তো আপনি উপরের ডান পাশে ক্লোস চিহ্ন দেখতে পারবেন সেটিতে ক্লিক করে ক্লোস করে দিবেন এরপর আপনাকে এই এডমিড টি ডাউনলোড করে নিতে হবে।
তারজন্য নিচে Download Admit Card লেখা থাকবে সেটিতে ক্লিক করার সাথে সাথে আপনার এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এই এডমিট কার্ড আপনারা প্রিন্ট করে মাঠে নিয়ে যাবেন কেননা সেনাবাহিনীর মাঠে এটাই আপনার এডমিট কার্ড হিসেবে কাজে দিবে।
এটাই হলো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার নিয়ম। আমার দেখানো অনুযায়ী আপনারা আবেদন করবেন এবং কোন কিছু না বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন। আবেদন টি সম্পূর্ণ হয়ে গেলে মাঠ হওয়ার ৭২ ঘন্টা আগে আপনাকে এসএমএসর মাধ্যমে কোথায় মাঠ হবে এবং কত তারিখে ও কয়টায় হবে সেটি জানিয়ে দেয়া হবে। তখন আপনারা কাগজপএ গুছিয়ে মাঠ হওয়ার ১ ঘন্টা আগে উপস্থিত থাকবেন।