রূপগঞ্জ টাইগার্স – প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগ – ডিপিএল খেলতে এসেই বাজিমাত করলো ডিপিএলের নতুন টিম রূপগঞ্জ টাইগার্স। শুধু বর্তমান চ্যাম্পিয়নই নয়, টানা ৩ বারের চ্যাম্পিয়ন আবাহনী কে ৭ উইকেট এ বিশাল ব্যবধানে হারিয়েছে ডিপিএলের নতুন খেলতে আসা রূপগঞ্জ টাইগার্স। আবাহনী ওপেনার নাঈম শেখের সেঞ্চুরিকে দমিয়ে দিয়ে এ ম্যাচের নায়ক রূপগঞ্জের জাকির হোসেন।
আরও পড়ুন : আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর বেতন স্কেল ২০২২ সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেল টি পড়তে পারেন। }
রূপগঞ্জ টাইগার্স
২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, ব্যাট হাতে রাজত্ব রূপগঞ্জের ব্যাটসম্যানদের। জাকির হোসেনের ১১৭ রানের সঙ্গে আরেক ওপেনার মিজানুর রহমানের ৯৩ রানের সুবাধে দাপট দেখিয়ে ৭ উইকেট হাতে রেখে এবং ৮ ওভার বাকি রেখেই জয়ের স্বাদ পেয়েছে রূপগঞ্জ টাইগার্স। মিজানুর রহমান ৯৩ রানে আউট হয়ে গেলেও পাশে থাকা জাহির হোসেন ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ১১৭ রানের ইনিংস টি ছিলো দুরান্ত সব সর্ট। ১৩ টি চার এবং ১ টি ছক্কায় ১০৭ বলে সেঞ্চুরির দেখা পান জাকির। তবে শেষ পযন্ত রাব্বির বলে আউট হওয়ার আগে তার অর্জনে ছিলো ১১৭ রান, ১১৬ বলে।
এমন সব খেলাধুলার আপডেট পেতে হলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।