বিজিবিতে আবেদন করার নিয়ম | কিভাবে বিজিবিতে আবেদন করবেন

আপনাদের মধ্যে অনেকেই বিজিবিতে চাকরি করতে চান কিন্তু কিভাবে আবেদন করবেন সেটি জানে না। বিজিবিতে আবেদন করার নিয়ম। নিজেরা না জানার কারণে নিকটস্থ দোকান থেকে বা পরিচিত কারো কাছ থেকে আপনারা আবেদন টি করিয়ে থাকেন। এতে করে তাদেরকে আলাদা অর্থ দিতে হয় ঠিক তেমনি ভুল আবেদন করার আশংকা থাকে। আর আপনারা জানেন বিজিবিতে আপনি আবেদন করতে বিন্দুমাএ ভুল করলে বিজিবি থেকে সেই আবেদনটি গ্রহনযোগ্য করে না। এতে দেখা যায়, আপনি বিজিবিতে যোগ্য প্রার্থী ছিলেন কিন্তু আপনার আবেদনে ভুল থাকায় আবেদনটি রিজেক্ট করে দিলো।

 

বিজিবিতে আবেদন করার নিয়ম

আপনারা যদি বিজিবিতে আবেদন করতে চান তাহলে আপনাদের অবশ্যই একটি টেলিটক সিমের প্রয়োজন হবে। টেলিটক সিমের এসএমএসর মাধ্যমে বিজিবিতে আবেদন করতে হবে। তো যেই সিম দিয়ে আবেদন করবেন সেই সিমের আবেদন ফি যত টাকা দেয়া আছে তার থেকে কিছু টাকা আপনার সিমে বেশি রাখবেন, কারণ আবেদন ফি পরিশোধ না করলে আপনার আবেদন টি কমপ্লিট হবে না। তো আবেদন করার জন্য আপনার ফোনের মেসেজ অফশনে যাবেন অবশ্যই টেলিটক সিম দিয়ে মেসেজ করবেন। বিজিবিতে আবেদন করার নিয়ম।

প্রথম মেসেজ 

মেসেজ অফশনে গিয়ে টাইপ করবেন : BGB<space>HSC Passing Year<space>HSC Pass Board Name<space>HSC Board Roll<space>SSC Passing Year<space>SSC Pass Board Name<space>SSC Board Roll<space>District Code<space>Upazila Name. —  Send to 16222.

উদাহারণসরুপ : BGB 2020 DHA 532375 2018 DHA 545468 42 NARSINGDI

বুঝানোর স্বার্থে : প্রথমে মেসেজ অফশনে গিয়ে টাইপ করবেন বড় অক্ষরে BGB তারপর স্পেস দিবেন এরপর আপনি যে সালে এইচএসসি পাশ করেছেন সেই সাল টি দিবেন – স্পেস দিবেন – এইচএসসির বোর্ড নাম দিবেন যদি ঢাকা থেকে পাশ করেন তাহলে ঢাকার প্রথম ৩ টি অক্ষ বড় অক্ষরে দিবেন DHA আপনি যে বোর্ডে পাশ করবেন সেটির প্রথম ৩ টি অক্ষর দিবেন – স্পেস দিবেন – এইচএসসির বোর্ড রোল টি দিবেন – স্পেস দিবেন – যে সালে এসএসসি পাশ করেছেন সেই সাল টি দিবেন – স্পেস দিবেন – এসএসসি বোর্ড নাম দিবেন – স্পেস দিবেন – এসএসসি বোর্ড রোল টি দিবেন – স্পেস দিবেন – আপনার জেলার কোডটি দিবেন – স্পেস দিবেন – আপনার উপজেলার নাম টি দিবেন। — সব শেষে হলে ১৬২২২ এই নাম্বারে মেসেজ সেন্ড করবেন।

বি.দ্র : জেলার কোড বিজ্ঞপ্তির নিচে দেয়া থাকবে সেটি দেখে জেলার কোডটি দিবেন এছাড়া আমি নিচে ছবিতে সকল জেলার কোডগুলো দিয়ে রেখেছি আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন।

আরও পড়ুন : কি কি সমস্যা থাকলে বিজিবি চাকরি হয় না | যে ভুলের কারণে বাদ আপনি বিজিবি মাঠ থেকে বাদ পড়তে পারেন।

দ্বিতীয় মেসেজ 

আপনি যে নাম্বার দিয়ে প্রথম মেসেজ সেন্ড করবেন সেই নাম্বারে ফিরতি মেসেজ আসবে এবং সেই মেসেজে আপনার নাম, বাবার নাম, জেলার নাম, উপজেলার নাম, আবেদন ফি, আপনার পিন দেয়া থাকবে।

উদাহারণসরুপ : ABDULLAH AL SAHIL, FATHER: KHAIRUL BASAR, DISTRICT: DHAKA, UPAZILA: NARSINGDI, Tk. 150 will be deducted, YOUR PIN IS 19086105. TYPE BGB<>YES<>PIN<>ANY CONTACT MOBILE TO PAY APPLICATION FREE.

মেসেজ অফশনে গিয়ে টাইপ করবেন :  BGB YES 19086105 0158945823*

বুঝানোর স্বার্থে : মেসেজ অফশনে গিয়ে বড় অক্ষরে টাইপ করবেন BGB – স্পেস দিবেন – YES লিখবেন – স্পেস দিবেন – আপনার মেসেজে আসা সেই পিন নাম্বারটি দিবেন – স্পেস দিবেন – তারপর আপনার নাম্বারটি দিবেন যেটিতে দিয়ে আবেদন করবেন। মেসেজটি সেন্ড করার সাথে সাথে যে সিম থেকে মেসেজ পাঠাবেন সেই সিম থেকে আবেদন ফি কাটা হবে।

তৃতীয় মেসেজ 

দ্বিতীয় মেসেজ সেন্ড করার পর আপনাকে আরেকটি মেসেজ সেন্ড করবে। এই মেসেজে আপনার নাম, রেজিট্রেশন নাম্বার, উপজেলা নাম সহ আপনার আবেদনটি গ্রহনযোগ্য হয়েছে এটি বলা হবে।

উদাহারণসরুপ : ABDULLAH AL SAHIL, REGISTRATION NO: 98GD-568952, UPAZILA: NARSINGDI. APPLICATION FOR BGB 99 BATCH REQUIREMENT ACCEPTED. YOU WILL BE NOTIFIED ABOUT ADMISSION DATE & PLACE BEFORE 48 HOURS ADMISSION TIME.

এই মেসেজটি আপনার সংগ্রহ করে রাখবেন কেননা বিজিবি মাঠে গেলে আপনার এই মেসেজটি দেখতে চাইবে এবং এই রেজিট্রেশন নাম্বারও কাজে লাগবে।

এই মেসেজের ধাপটি সম্পূর্ণ হয়ে গেলে কোথায় মাঠ হবে, লিখিত পরিক্ষা কবে হবে ইত্যাদি অন্যান্য তথ্য আপনাদের সিমে পাঠানো হবে মাঠ হওয়ার ৪৮ ঘন্টা আগে পাঠানো হবে। যদি আপনার পরিক্ষার তারিখ, মাঠের স্থান সম্মলিত তথ্যের মেসেজ ডিলিট হয়ে যায় তাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন। কারণ এই মেসেজগুলো ছাড়া আপনি মাঠ করতে যেতে পারবেন না। তাই যদি ভুলবসত মেসেজটি ডিলিট হয়ে যায় তাহলে আপনি আপনার টেলিটক সিম দিয়ে

এসএসএস অফশনে গিয়ে লিখবেন : BGB<space>SOLDIER<space>HELP<space>ROLL<space>REGISTRATION NOREGISTRATION NO  — Send to 16222.

উদাহারণসরুপ : BGB SOLDIER HELP 532375 98GD-568952  এই মেসেজটি পাঠিয়ে দিবেন ১৬২২২ নাম্বারে।

বোর্ড নাম

বিজিবি সিপাহী পদে আবেদন করার নিয়ম

জেলার কোড

বিজিবি সিপাহী পদে আবেদন করার নিয়ম

 

আপনার আবেদন ফি দেয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তাই আবেদন ফি দেয়া হয়ে গেলে আপনার আবেদনটি আর সংশোধন করা যাবে না। অতএব, তাড়াহুরা না করে ধীরে ধীরে বুঝে শুনে আবেদনে সকল তথ্য দিন।

আরও পড়ুন : সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ লিখিত পরিক্ষার প্রস্তুতি ২০২২

আরও পড়ুন : ফরেস্ট গার্ড এর কাজ কি | ফরেস্ট গার্ড হতে যোগ্যতা | বেতন কত 2022

 

বিজিবি আবেদন ফরম

আপনাকে বাংলাদেশ বিজিবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি ফরম ডাউনলোড দিতে হবে। বিজিবি আবেদন ফরম ডাউনলোড : ফরম লিংক ।  এখানে গিয়ে ফরমটি ডাউনলোড নিবেন তারপর প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে ব্যক্তিগত তথ্যবলি ফরমটি আপনার নিজ হাতে পূরণ করতে হবে। অবশ্যই কলম দিয়ে ফরমটি পূরণ করবেন। পূরণ করার পরে ফরমটি মাঠে নিয়ে যাবেন।

এসএমএস এবং ফরম পূরণ হয়ে গেলে আপনার বিজিবি আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এভাবেই আপনি বিজিবি আবেদন করতে পারবেন।

 

তো এই ছিলো – বিজিবিতে আবেদন করার নিয়ম অথবা কিভাবে বিজিবিতে আবেদন করবেন আর্টিকেল। যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানান, ধন্যবাদ।

4 thoughts on “বিজিবিতে আবেদন করার নিয়ম | কিভাবে বিজিবিতে আবেদন করবেন”

  1. বিজিবির ফরম পূরণ করির সময় আত্নীয় স্বজন পুলিশে থাকলে তাদের পদবী ও বিপি নাম্বার দিলে হবে। নাকি রেজিঃ নং দিতে হবে। রেজিঃ নং কোনটি একটু দয়া করে জানাবেন।

    Reply

Leave a Comment