অবশেষে আরেকটি দুর্নীতি দমন কমিশনের নতুন দুদক সার্কুলার প্রকাশ পেয়েছে। দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি অথবা দুদক সার্কুলারে এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের কিছু জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকে সম্প্রতি প্রকাশিত দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে :
প্রতিষ্ঠানের নাম : | দুর্নীতি দমন কমিশন |
পদ সংখ্যা : | ১৬৪টি |
আবেদন শুরুর তারিখ | ১ জুন ২০২২ |
আবেদন শেষ তারিখ | ১৫ জুন ২০২২ |
আবেদন ফি | ৩০০, ১০০ ও ৫০ টাকা |
আবেদন প্রক্রিয়া : | অনলাইন |
দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশে অধিকাংশ যুবকেরই স্বপ্ন দুর্নীতি দমন কমিশনে চাকরি করা। আগে অনেক কম দুদক নিয়োগ করা হতো তবে বর্তমানে দুদকের কার্যালয়ে বৃদ্ধি পাওয়াতে দক্ষ জনবলের প্রয়োজন পড়ছে। তাই কিছু মাস যাবত বেশ কয়েকটি দুদক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আজকের বিজ্ঞপ্তিতে আবেদন করতে বড়কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না শুধু এইচএসসি এবং এসএসসি পাশ করলেই আপনি এই বিজ্ঞপ্তির যেকোন পদে আবেদন করার সুযোগ পাবেন। দুদক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২।
আরও পড়ুন : পয়েন্টসম্যান এর কাজ কি? পয়েন্টসম্যান এর বেতন কত? পয়েন্টসম্যান নিয়োগ 2022 – পয়েন্টসম্যান সম্পর্কে সকল তথ্য জানতে আমাদের এই আর্টিকেলটি পড়তে পারেন।
দুদক সার্কুলার ২০২২
দুর্নীতি দমন কমিশনের এই দুদক সার্কুলার ২০২২ ঢাকার প্রধান কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে। এই পদে যারা চাকরি করবে তাদের মাসিক মূল বেতনের সাথে সরকারি অন্যান্য ভাতাগুলি পাবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিকরাই দুদক নিয়োগ বিজ্ঞপ্তি তে আবেদন করার সুযোগ পাবে এবং এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। এছাড়াও দুদক কনস্টেবল নিয়োগ করা হবে এখানে আপনারা এই পদেও আবেদন করতে পারেন। দুদক নিয়োগ বিজ্ঞপ্তি পদগুলোর পদ সংখ্যা, বেতন কত, দুদকে চাকরির যোগ্যতা এবং আবেদন করার জেলাসমূহ গুলো জেনে নেই।
পদের নাম : কোর্ট পরিদর্শক – দুদক কোর্ট পরিদর্শক নিয়োগ
পদ সংখ্যা : ১৩ টি।
বেতন : গ্রেড – ১০ এর অনুযায়ী ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পযর্ন্ত।
যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণীতে স্নাতক বা সমমান ডিগ্রী অথবা এলএলবি ডিগ্রী থাকতে হবে। আবেদন করার জেলাসমূহ : এই পদে আপনি বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন।
পদের নাম : গাড়িচালক – দুদক গাড়িচালক নিয়োগ
পদ সংখ্যা : ২৬ টি।
বেতন : গ্রেড – ১৬ এর অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পযর্ন্ত।
যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে এখানে এসএসসি পাশ করলেই হবে। এর পাশাপাশি আপনাকে হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদন করার জেলাসমূহ : মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, জামালপুর, নোয়াখালি, মাগুরা, সিরাজগঞ্জ, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালি।
পদের নাম : কনস্টেবল – দুদক কনস্টেবল নিয়োগ
পদ সংখ্যা : ১২৫ টি।
বেতন : গ্রেড ১৭ এর অনুযায়ী ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা।
যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন করার জেলাসমূহ : মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালি, রাঙ্গামাটি, রংপুর, গাইবান্দা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, পিরোজপুর ও বরগুণা।
দুর্নীতি দমন কমিশন নিয়োগে আবেদন করতে নিয়ম কানুন :
দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি সকল তথ্য ও বিজ্ঞপ্তি টি দুদকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে একজন প্রার্থী শুধুই একটি পদেই আবেদন করতে পারবে ২ বা একাধিক পদে আবেদন করতে পারবেন না।
আবেদনকারীর বয়স :
প্রার্থীর বয়স ১ জুন ২০২২ তারিখে সর্বনিন্ম ১৮ থেকে সব্বোর্চ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধি প্রার্থীদের ক্ষেত্রে ৩২ সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে।
আবেদন ফি :
প্রথম পদের আবেদন ফি ৩০০ টাকা, দ্বিতীয় পদের আবেদন ফি ১০০ টাকা এবং তৃতীয় পদে আবেদন ফি ৫০ টাকা। এই আবেদন ফি টেলিটক প্রিপেইড এর মাধ্যমে প্রদান করতে হবে।
কিভাবে দুর্নীতি দমন কমিশন নিয়োগ ২০২২ আবেদন করবেন
আপনি যদি বিজ্ঞপ্তি যেকোন পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এরজন্য আপনাকে দুদক সার্কুলার ওয়েবসাইটের প্রয়োজন হবে। ওয়েবসাইট লিংক : দুদক । দুদকে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দুদক সার্কুলার ২০২২ আবেদন ফরমটি পাবেন, সেটি আপনার সকল তথ্য দিয়ে ফরমটি পূরণ করবেন এবং ফরম পূরণের পরে আবেদন ফি দিয়ে আবেদনটি কমপ্লিট করবেন।
দুদক সার্কুলার ২০২২ কি কি কাগজপএ লাগবে
- সকল শিক্ষাগত যোগ্যতা সনদপএ। মানে এই পযর্ন্ত আপনার যতগুলো সাটিফিকেট আছে সবগুলোর মূল কপি + ফটোকপি নিয়ে যাবেন।
- ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন কতৃক নাগরিকত্ব সনদপএ নিতে হবে।
- চারিত্রিক সনদপএ নিতে হবে। চারিত্রিক সনদপএটি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকতা দ্বারা সত্যয়িত করে নিতে হবে।
- জাতীয় পরিচয় পএ নিতে হবে। আপনার যদি জাতীয় পরিচয় পএ না থেকে থাকে তাহলে জন্ম নিবোন্ধন নিয়ে যাবেন। তবে এটির মূলকপি + ফটোকপি নিয়ে যাবেন।
- আপনি যদি বর্তমানে কোন প্রতিষ্ঠান কতৃক চাকরি করে থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধানের তেকে অনুমতি পএ আনতে হবে। যদি আপনি কোন চাকরি না করে থাকেন তাহলে এই টি দরকার না।
- যারা কোটাধারী প্রার্থী রয়েছেন আপনারা যে কোটায় আবেদন করতে চান সেই কোটার প্রমাণসরুপ সাটিফিকেট নিতে হবে।
দুর্নীতি দমন কমিশন নিয়োগ পরীক্ষা ২০২২
এই বিজ্ঞপ্তিতে ২ টি পরিক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমটি বাছাই পরিক্ষা তারপরে লিখিত পরিক্ষা এবং শেষে মৌখিক পরিক্ষা হবে। যে প্রার্থীরা বাছাই পরিক্ষায় উওীর্ণ হতে পারবে তারা লিখিত পরিক্ষা ও মৌখিক পরিক্ষা দিতে পারবে। বাছাই পরিক্ষা ১০০ নাম্বারে হবে, লিখিত পরিক্ষা ৩ টি বিষয়ে হবে। সেটাতে ৩০০ নাম্বার থাকবে এবং মৌখিক পরিক্ষা ৫০ নাম্বারে হবে। মৌখিক পরিক্ষায় আপনার সকল কাগজপএ দেখাতে হবে, যদি কাগজপত্রে কোন ভুল থাকে তাহলে আপনি বাদ পড়ে যাবেন।
আপনাদের কাছে আর্টিকেলটি কেমন লাগলো সেটি কমেন্ট করে বলে দিতে পারেন এবং দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি র সম্পর্কে কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমরা যথা সম্ভব সাহায্য করার চেস্টা করবো।
আমি এক জন ‘ল’ ইয়ারের সাথে ট্যাক্স, ভ্যাটের, কাজ করি। মানে আমি একজন কম্পিউটার অপারেটর হিসাবে আছি, আমার প্রশ্ন হলো আমি কনটেবল পদে আবেদন করতে চাই। আমি যদি পরীক্ষায় উতিন্ন হয় তাহলে কি মৌখিক পরীক্ষার সময় আমার অফিস থেকে অনুমতি পত্র নিতে হবে।
জি হবে, আপনি বর্তমানে যেকোন সেক্টরেই থাকেন না কেনো অথবা সরকারি বেসারকারি যেকোন চাকরিই করুন না আপনার অনুমতি পএ লাগবেই। শুধু বেকারদের ক্ষেত্রে এই অনুমতি পএ টি লাগবে না।
কনস্টেবল পদে কি আইডি কাড ছাড়া আবেদন করতে পারবো
না, অবশ্যই আবেদন করতে জাতীয় পরিচিয় পএ অথবা এনআইডি কার্ড লাগবে
জন্ম নিবন্ধন দিয়ে হবে না।
আমি আগেও বলছি এখন আবার বলছি জন্ম নিবন্ধন দিয়ে এখানে আবেদন করা যাবে না, এনআইডি কার্ড অবশ্যই লাগবে
amar larner Card ache L ami ki 2 no pode abedon korte parbo
না, আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পএ অথবা এনআইডি লাগবে, কারণ আবেদন করার সময় আপনাকে এনআইডি বক্সে আপনার এনআইডি নাম্বার বসানো লাগবে, না হলে আবেদন সাবমিট নিবে না।
আমি একজন ড্রাইভার এবং আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আছে কিন্তু আপনাদের ওয়েবসাইটে তো কোন অভিজ্ঞতার কথা দেওয়া নেই
আপনি মনে হয় ভালো করে আর্টিকেলটি পড়নে নি। সেখানে ভালো করে লিখি দিছি : হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
assalamualaikum.vai ami konstabole niyog dite cai amar ki ki kagaj potro lagbe please kindly aktu bolben
বিজ্ঞপ্তির ১৫ নং বিবিধ অপশনে লেখা আছে কি কি কাগজ নিয়ে যেতে হবে। সেটি দেখুন
শুধু জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা যাবে কি
না, এনআইডি কার্ড লাগবে
এনআইডি কার্ড চাড়া আবেদন নিচ্চে না কেন।
কারণ এনআইডি কার্ড ছাড়া হবে না
আমি কনস্টেবল পদে আবেদন করেছিলাম। কিন্তু টাকা পাঠাতে ভুলে গেছি। গতকাল লাস্ট ডেট ছিল। এখন কি করতে পারি??